Published : 25 Oct 2023, 10:37 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ওরস্যালাইনের প্যাকেটে করে পাচারের সময় তিন হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কে কে এস সেভ হোমের সামনে থেকে তাদের আটক করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।
আটকরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার রিয়াজ উদ্দিন মাতবর কান্দি এলাকার তোতা মিয়ার ছেলে মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী (৪০) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী (২৮)।
ওসি স্বপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গোয়ালন্দ থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস থেকে দুইজনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায়; যেটি তল্লাশি করে ওরস্যালাইনের একটি প্যাকেট থেকে তিন হাজার ইয়াবা জব্দ করা হয় বলে জানান তিনি।
এ ছাড়া তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
জব্দ করা ইয়াবাগুলো ঢাকা থেকে ক্রয় করে ওই দুই ব্যক্তি বিক্রির জন্য ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন বলে জানান ওসি স্বপন কুমার।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।