Published : 14 Apr 2023, 11:10 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন। অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়ায় বলে পুলিশ জানিয়েছে।
ফয়সাল মিয়া (২৫) ওই উপজেলার কুট্টাপাড়া গ্রামের রাকিব মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি আসলাস হোসেন জানান, মোটরসাইকেলে চড়া নিয়ে সূর্যকান্তি ও ধরন্তি গ্রামের দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে এ দুই গ্রামের লোকজন কালিকচ্ছ বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও হয়।
“পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।”
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশের ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।