Published : 26 Jul 2023, 11:31 PM
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডায়ালাইসিস ইউনিট; একইসঙ্গে চালু করা হয়েছে নিউরোলজি বিভাগ।
বুধবার দুপুরে হাসপাতালের নতুন সম্প্রসারিত ভবনে এসব কার্যক্রম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এসময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ কলেজের অধ্যক্ষ ডা. মহিউদ্দিন মাতাব্বর, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প পরিচালক ডা. মো. মনিরুজ্জামান, হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডা. মো. মনিরুজ্জামান জানান, হাসপাতালের অষ্টম তলা থেকে ১৫ তলা পর্যন্ত ভবনের উর্ধ্বমুখী সম্প্রারণকাজ শেষে বুধবার ভবনটি হস্তান্তর করেছে গণপূর্ত বিভাগ। পরে এ ভবনের নবম তলায় ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করা হয় এবং পঞ্চম তলায় নিউরোলজি বিভাগ খোলা হয়। এতে আরো বেশি রোগীর চিকিৎসা নেওয়ার সুবিধা সৃষ্টি হলো।
হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পুরানো কিডনি ফেইলর রোগীদের ডায়ালাইসিস করার জন্য শয্যার সংখ্যা খুবই অপ্রতুল। ডায়ালাইসিস ব্যয়বহুল হওয়ায় প্রচুর মানুষ সরকারি হাসপাতালে এই চিকিৎসা করাতে চান। আগে ১০টি শয্যার বিপরীতে ৫৬০ জন রোগী ভর্তির আবেদন জমা পড়েছে। এমন বাস্তবতায় নতুন আরও ১০টি শয্যা যুক্ত হওয়ায় ডায়ালাইসিস প্রক্রিয়া আরেকটু গতি পাবে, রোগীদের কষ্ট লাঘব হবে।
এছাড়া স্বতন্ত্র নিউরোলজি বিভাগ খোলার ফলে রোগীদের বিশেষায়িত সেবা দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।