Published : 24 Dec 2023, 08:03 PM
কেউ যদি ভোট চাইতে টাকা নিয়ে আসেন তাহলে সেই টাকা নিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অহ্বান জানিয়েছেন গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ভোট চাইতে অনেকেই এখন টাকা নিয়ে আসবেন। আপনাদেরকে শোষণ করে তারা এই টাকা কামিয়েছেন। যদি তারা টাকা দেয় তা রেখে দেবেন, কোনো কথা নাই।
“কিন্তু ভোট দেওয়ার সময় যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। ভোট দেওয়ার সময় আপনারা নৌকা মার্কায় ভোটটা দেবেন”, যোগ করেন রাসেল।
রোববার সকালে গাজীপুর শহরে গণসংযোগকালে ভোটারদের এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী।
নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচারে এখন সরব গাজীপুর। নির্বাচনি এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটারদের উদ্বুদ্ধ করতে সকাল থেকে রাত পর্যন্ত মাইকে প্রার্থীদের মার্কায় ভোট দিতে কর্মী-সমর্থকরা নানা রকম স্লোগানে মুখরিত করে রাখছে।
রাসেল বলেন, “আপনাদের কাছে জীবনে যারা আসেই নাই, জীবনে যারা আপনাদের কাজ-কর্মে আসে নাই, তারাই আজকে ভোট চাইতে আসছেন। তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন। তারা হয়তো এখন টাকা নিয়ে আসবেন। এই টাকার হক আপনাদেরও আছে।
এ সময় তিনি আরও বলেন, “যদি আবারও বিজয়ী হয়ে আসতে পারি তাহলে সিটি এলাকা বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। ব্যক্তিগত উদ্যোগে আমি টিউবওয়েল স্থাপন করে দেব। বেকারদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা ছাড়াও এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা, কারিগরি শিক্ষা প্রসারে কাজ করব।”