Published : 01 Mar 2023, 03:47 PM
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের আদালত।
বুধবার দুপুরে জেলা সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মিজানুর রহমান এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল হোসেন আহমেদ জানান।
দণ্ডিতরা হলেন- কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী, আব্দুল জলিলের ছেলে আসমত আলী ওরফে লাল্টু, জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম মিস্টার ও সিরাজুল আলমের ছেলে আলী হোসেন এবং হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী এলাকার মুনছুর আলীর ছেলে শাফিউল ইসলাম সাদ্দাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
সন্ত্রাসবিরোধী আইনে কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের কারাভোগ করতে হবে।
এদিকে এ রায়কে কেন্দ্র করে এদিন আদালতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল।
মামলার বরাতে পিপি আকমল বলেন, ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে র্যাব- ১৩ (রংপুর) এর একটি দল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় জানিয়ে তিনি বলেন, তারা সবাই বাংলা টিমের সদস্য। আর গ্রেপ্তারের সময় আরও কয়েকজন সদস্য পালিয়ে যান।
২০১৫ সালে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসেবে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করে সরকার।
এর আগে ২০০৯ সালে হিযবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল সরকার।
আর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ(হুজি) ও শাহাদাৎ-ই আল-হিকমা ও হিযবুত তাহরীকে ২০০৫ সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়।