Published : 10 Oct 2023, 11:23 PM
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে নিজের বাল্যবিয়ে ঠেকিয়েছে এক মাদ্রাসাছাত্রী।
পরে পিরোজপুর সদর ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদের হস্তক্ষেপে বিয়ে বন্ধের পাশাপাশি ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে ছাত্রীর বাবা প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার সদর উপজেলা কদমতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান।
১৫ বছর বয়সি ওই কিশোরী কদমতলা বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রী।
ওই কিশোরী বলে, “পরিবার থেকে বিয়ে ঠিক করা হলে আমি রাজি ছিলাম না। বিষয়টি মাদ্রাসা সুপারকে জানাই। পরে তিনি ইউএনও সঙ্গে কথা করে আমাকে লিখিত আবেদন নিয়ে তার কাছে পাঠান।”
নিজের বাল্যবিয়ে বন্ধ হওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া এ ছাত্রী।
কদমতলা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মুহা. আজাহার উদ্দিন বলেন, “বাল্যবিয়ে বন্ধে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সচেতন করে আসছি। এ ছাড়া ইউএনও বাল্যবিয়ে রোধে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছেন। ওই ছাত্রীকে ইউএনওর কাছে পাছালে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন।”
সহকারী কমিশনার গোলাম মোস্তফা বলেন, ওই ছাত্রীর আবেদন পেয়ে ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।