Published : 23 Jul 2023, 12:22 AM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শরীফনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী।
নিহত সেলিম মিয়া (৩০) শরীফনগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।
ওসি মাসুক আলী জানান, বিকালে শরীফনগর খেলার মাঠে ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালে সেলিমের সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ঝগড়া হয়। এর জেরে খেলা শেষে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন সেলিমের উপর হামলা করে।
এ সময় সেলিমের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে ওসি মাসুক বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।