Published : 29 Dec 2022, 11:54 AM
ভোলার চরফ্যাশন উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টা থেকে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
শীত উপেক্ষা করেই ভোটারেরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কিছুটা দেরি হলেও নতুন পদ্ধতি ইভিএমে ভোট দিতে পেরে খুশি তারা।
জিন্নাগড় ইউনিয়নের চার নম্বর ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আলি আকবর জানান, তিনি এবারই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে খুব খুশি তিনি।
তবে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন বৃদ্ধরা। অনেকেই ইভিএমে ভোট দিতে পারছেন না। যার কারণে পোলিং অফিসাররা তাদেরকে ভোট দিতে সাহায্য করছেন।
একই কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ মনেজা খাতুন বলেন, তিনিও ইভিএমে ভোট দিতে এসেছেন। তবে আঙুলের ছাপ স্পষ্ট না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারেননি। সেজন্য তাকে বসিয়ে রাখা হয়েছে।
এদিকে নির্বাচনের পরিবেশকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে টহলরত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।