Published : 03 Apr 2023, 12:13 AM
যশোরের বেনাপোল দিয়ে ভারতের পণ্য রপ্তানি বন্ধ আছে। তবে আমদানি স্বাভাবিকভাবেই চলছে।
শুক্রবার বিকালে আসা পণ্যবাহী ট্রাকগুলোও ফিরতে পারেনি।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে স্ক্যানার বসানোর দাবিতে তাদের শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ আছে।
শনিবার থেকে এ কর্মবিরতি পালন করছে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন। রপ্তানি বন্ধ থাকায় বেনাপোলে ট্রাকজট বেড়েছে।
বন্দর ব্যবহারকারীরা জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অর্গানিক নামক একটি প্রতিষ্ঠান ট্রাকে তিনটন তেলাপিয়া মাছ ভারতে রপ্তানি করে। পণ্য চালানটি আমদানি করে ভারতের উত্তর ২৪ পরগনার বাবা ইন্টারন্যাশনাল। কিন্তু বৈধ মাছের মধ্য থেকে ৪০টি সোনার বার জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ভারতের এক সিঅ্যান্ডএফ কর্মীকে আটক করে মামলা দেয় পুলিশ।
সংগঠনগুলো বলছে, ওই সিঅ্যান্ডএফ কর্মীকে মিথ্যা মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে দুটি স্ক্যানার বসানোর দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
এদিকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতীয়রা ট্রাক গ্রহন না করায় বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ আছে।
তিনি আরও জানান, শুক্রবার বিকালের পর রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বন্দর এলাকায় অবস্থান করছে। এতে বন্দর এলাকায় যেমন ট্রাকজট তৈরি হচ্ছে, তেমনি ট্রাকের 'ডেমারেজ' বাবদ জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের।
বিষয়টি দ্রুত সমাধানের জন্য আলোচনা চলছে বলে জানান বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল।
তিনি বলেন, “দু'দিন ধরে পণ্যবাহী ট্রাক বন্দরে আসায় এবং সেগুলো ভারতে রপ্তানি না হওয়ায় ট্রাকজট বাড়ছে।”