Published : 10 Feb 2023, 12:41 AM
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। একই হামলায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া (৪০) ও সবুজ মিয়া (৩০)। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীরগাঁও এলাকার আবদুল হক সমর্থকদের সঙ্গে রাজীব সরকার সমর্থকদের বিরোধ চলে আসছিল।
দীর্ঘদিনের এই বিবাদের জেরে বৃহস্পতিবার বিকালে একপক্ষের সমর্থকরা আরেক পক্ষের উপর হামলা চালায়। এতে ইব্রাহিম মিয়ার কব্জি বিচ্ছিন্নসহ দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
নিলক্ষা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, “এক পক্ষ অপরপক্ষের লোকজনের উপর হামলা চালিয়েছে বলে খবর পেয়েছি। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আমি এলাকায় নেই, এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।”
রায়পুরা থানার এসআই আব্দুস সালাম বলেন, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।