Published : 25 Oct 2023, 07:15 PM
তৃতীয় দিনে এসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।
ইন্টার্ন চিকিৎসকরা রোববার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস জানান।
এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শনিবার দুপুরে দোষীদের চাকরি থেকে স্থায়ী বহিষ্কার, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তাসহ সাত দফা দাবিতে কলেজের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রশাসনের আশ্বাসে এবং রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
হাসপাতালের পরিচালক গোলাম ফেরদৌস বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তারা কাল (রোববার) থেকে কাজে যোগ দেবেন।”
তবে হাসপাতালের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য জ্যেষ্ঠ ও মিড লেভেলের চিকিৎসকরা কাজ করছেন বলে তিনি জানান।
গত বুধবার রাতে এক পুলিশ সদস্যের স্ত্রীকে চিকিৎসা দিতে বিলম্ব হওয়া নিয়ে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে সব সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]