Published : 17 Jul 2023, 08:20 PM
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
সোমবার সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজনের চেয়ে ৯ হাজার ৪৪০টি ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, “নাসির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। আরেক প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল জগ প্রতীকে পেয়েছেন ৪৩১ ভোট।”
এই কর্মকর্তা জানান, নির্বাচনে মোট ভোট পড়েছে ১৭ হাজার ৫৯৮টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৭ হাজার ৫২১টি।
ফলাফল পেয়ে ভোটারদের ধন্যবাদ দিয়েছেন নাসির উদ্দিন।
পৌরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইভিএমের কারণে কিছু ত্রুটি ছিল, অনেকে ভোট দিতে পারেন নি। কেউ কেউ ভোগান্তির শিকারও হয়েছেন।”
দিনভর বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ৯৫টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট দেন ভোটাররা। কঠোর নিরাপত্তার মধ্য শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ১৩ জানুয়ারি বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম লিটন। ওই বছরই প্রথম বারের মতো ভোট দেন বেনাপোল পৌর এলাকার ভোটাররা।
একই বছরের ২০ সেপ্টেম্বর পৌরসভাটি প্রথম শ্রেণির মর্যাদা পায়।
১৭ দশমিক ৪০ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌর এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের এক লাখ ২০ হাজার মানুষের বাস।
আরও পড়ুন:
বেনাপোলে ভোটের আগে নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী