Published : 09 Jul 2023, 06:14 PM
গাজীপুর সিটি করপোরেশনে বাদপড়া শিশুসহ সব নাগরিককে ১০ ও ১১ জুলাই করোনাভাইরাসের টিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে।
রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন সভাকক্ষে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান ও ডা. তাপস কুমার হালদারসহ সিটি করপোরেশনের আঞ্চলিক ও গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ১০ ও ১১ জুলাই ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে দুইটি করে কেন্দ্রে কোভিড টিকা প্রদান করা হবে। ১৮ থেকে তদুর্ধ্ব বয়সীদের প্রথম ও দ্বিতীয় ডোজে দেওয়া হবে সিনোফার্মা এবং তৃতীয় ও চতুর্থ ডোজে দেওয়া হবে ফাইজারের টিকা।
প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর তৃতীয় ডোজ এবং এর চার মাস পরে চতুর্থ ডোজ দেওয়া হবে।
আর ৫-১১ বছর বয়সী শিশুদের শুধুমাত্র দ্বিতীয় ডোজ (পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার-বায়োএনটেক) টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, প্রয়োজন অনুয়ায়ী প্রত্যেককে নির্ধারিত ডোজ প্রদান করা হবে। আর বাকি ডোজ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হবে।
কোভিড-১৯ এর টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সভা শেষে একই স্থানে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরীতে টিকাদান কার্যক্রমের কেন্দ্র নির্বাচন, টিকাদানকারী ও স্বেচ্ছোসেবক বিষয়ে ভিডিও উপস্থাপন করেন ডা. তাপস কুমার হালদার।