Published : 10 Oct 2023, 10:46 PM
যশোর সদর উপজেলা থেকে নিখোঁজের এক মাস পর এক স্কুল শিক্ষকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় যশোর-মাগুরা সড়ক সংলগ্ন শহরের পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় থেকে মরদেহটি পাওয়া যায় বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই জিয়াউর রহমান জানান।
নিহত এস এম ময়মুর হোসেন (৬২) মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে যশোর শহরের ভাড়া বাসায় বসবাস করতেন।
এসআই জিয়াউর রহমান বলেন, বিকালে ওই এলাকায় একটি ঝোপের ভেতর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মরদেহের প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন থেকে ওই ব্যক্তির ভাগ্নের নম্বরে কল করা হলে; নিহতের স্ত্রী শিরিনা খাতুন মরদেহটি শনাক্ত করেন বলে জানান তিনি।
শিরিনা খাতুন বলেন, “গত ১১ সেপ্টেম্বর দুপুরে ময়মুর পাওনা টাকা আনতে বাঘারপাড়া উপজেলার খাজুরায় মঙ্গল বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। হাসানের কাছে আট লাখ ৩৫ হাজার টাকা পেতেন ময়মুর।”
পুলিশ জানায়, এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর হাসান আলীর বিরুদ্ধে গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেন ওই শিক্ষকের স্ত্রী।