Published : 15 Feb 2023, 05:49 PM
গাজীপুর সদর উপজেলার একটি অবকাশ যাপন কেন্দ্র থেকে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বানিয়ারচালা বাঘের বাজার এলাকায় পুষ্পদাম রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন।
আটকদের মধ্যে পাঁচজন তরুণ ও পাঁচজন তরুণী।
তরুণরা হলেন- গাজীপুরের বাসন থানার নলজানী এলাকার ফারুক হোসেন (৩৫), বাসন থানার চাঁনপাড়া এলাকার মো. ওসমান গণি (৩০), ময়মনসিংহের ভালুকা থানার আলমগীর হোসেন (২৯), নেত্রকোনার কেন্দুয়া থানার শাহ আলম (২৯) এবং কলমাকান্দা থানার কামাল হোসেন।
ওসি মাহাতাব উদ্দিন বুধবার জানান, ভ্যালেন্টাইনস দিবস উপলক্ষে তারা সেখানে জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে ১০ জনকে গাজীপুরের একটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।