Published : 10 Dec 2023, 05:30 PM
মেহেরপুরে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি গণসংযোগ এবং গণসংযোগে সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল ব্যবহারের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেনকে এই নোটিস দিয়েছে এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।
অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন সাক্ষরিত চিঠিতে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি ভোট প্রার্থনা করে বক্তব্য দেন।
এ সময় তিনি সরকারি গাড়ি ব্যবহার ও পুলিশের প্রটোকল নিয়ে নির্বাচনী গণসংযোগেও অংশ নেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০০৮ এর ১২ ও ১৪ (২) ধারার লঙ্ঘন।
এ বিষয়ে জানতে মেহেরপুর-১ আসনে তৃতীয়বারের মত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।