Published : 26 Sep 2022, 01:55 PM
খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আবদুল আলিম জানান, সোমবার বেলা ১১ টায় তার ওয়ার্ডের মুসলিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-ওই এলাকার কামাল হোসেনের ছেলে ফারহান এবং দেড় বছরের নুসরাত।
আবদুল আলিম বলেন, সকালে পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে শিশু দুটি পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমেশ চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে|