Published : 01 Aug 2023, 07:00 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হক মঙ্গলবার প্রক্টর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া ।
উপ-রেজিস্ট্রার জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। তিনি ১ অগাস্ট থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। সকালে প্রক্টর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেজারার ও প্রক্টর প্রফেসর তোফায়েল আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ড. ফারহানা হক।
এর আগে ড. ফারহানা হক ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান, বঙ্গমাতা হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. ফারহানা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের মেয়ে।