Published : 22 Aug 2022, 04:25 PM
ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে বরিশালে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে একটি বিদ্যালয়।
বরিশাল শহরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, “তারা ছেলেবন্ধুদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে প্রচার করেছে। তাছাড়া ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের ইউনিফর্ম পরে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণ করেছে। এসব অভিযোগের প্রমাণ পেয়ে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।”
গত ১৮ অগাস্ট তাদের ছাড়পত্র দেওয়া হলেও সোমবার সাংবাদিকরা জানতে পারেন।
প্রধান শিক্ষক বলেন, তিন ছাত্রীর ভিডিও তার কাছে রয়েছে। প্রমাণ পাওয়ার পর তাদের অভিভাবককে ডেকে এনে ছাড়পত্র দেয়য়া হয়।
“বিদ্যালয়ের শৃঙ্খলা ধরে রাখতে এমন সিদ্বান্ত নেওয়া হয়েছে।”