Published : 26 Dec 2022, 10:19 AM
ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টায় আবার ফেরি চলাচল শুরু করা হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এর আগে সোমবার ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাট এলাকায় আটকা পড়ে অর্ধশত ছোট বড় যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকাল সাতটায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। কুয়াশার ঘনত্ব এতটাই যে পঞ্চাশ মিটার দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন। যাত্রীরা গাড়ি থেকে নেমে ফেরিঘাটের পন্টুনে হাঁটাহাটি করছে।
সৌহার্দ্য পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। দুই দিনের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। সকালে অফিসের সময় ধরতে ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু সাড়ে ছয়টায় দৌলতদিয়া ঘাটে শোনেন ফেরি বন্ধ।
রাবেয়া পরিবহনের যাত্রী সুমাইয়া আক্তার বলেন, “মাকে নিয়ে ঢাকাতে যাচ্ছি ভায়ের বাসায়। সকালে রওনা দিয়েছি। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় আটকা পড়েছি।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ভোর ৬টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে গেলে নৌ-দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়লে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
ফেরি চলাচল শুরু হলেও যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় যানজট নেই বলে জানান তিনি।