Published : 14 Feb 2024, 03:27 PM
রাজবাড়ীর সদর উপজেলায় ঘর পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে; এ সময় তার ভাই দগ্ধ হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার শহিদ ওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান।
নিহত বরু খাতুন (৭০) ওই এলাকার বাসিন্দা। তার ছোট ভাই ইনু হোসেনকে দগ্ধ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির বলেন, ভোর রাতে হঠাৎ আগুন দেখে চিৎকার করে প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“এরপর ঘরের ভেতরে থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। এ সময় ইনুকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
উপসহকারী পরিচালক বলেন, এ ঘটনায় শোবার ঘর ও একটি গরুর ঘর পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা কুপির থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।