Published : 26 Jul 2023, 12:29 AM
যশোরের কেশবপুর উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত মোহনা চক্রবর্তী মিতু (১২) উপজেলার গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে। সে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য বিশ্বজিৎ মল্লিক সাংবাদিকদের বলেন, “সোমবার রাতে মিতু তার দাদীর সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে তাকে সাপে কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়।
“সেখানে ঝাড়-ফুঁকে কোনো কাজ না হওয়ায় তাকে নিয়ে অন্য এক ওঝার কাছে যান পরিবারের সদস্যরা।”
ইউপি সদস্য বলেন, “একপর্যায়ে গভীর রাতে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “শিশুটি ওঝাদের কাছে নিয়ে ছোটাছুটির পর কোনো ফল না পেয়ে গভীর রাতে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। প্রথমেই হাসপাতালে আনা হলে চিকিৎসকরা চেষ্টা করতে পারতেন। শিশুটিকে হয়তো বাঁচানো যেত।”
মঙ্গলবার গৌরীঘোনা দক্ষিণপাড়া শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।