Published : 06 Oct 2023, 07:43 PM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ।
নিহত ৪৫ বছর বয়সি সাদির আলী ওই গ্রামের প্রয়াত গোল মোহাম্মদের ছেলে।
পানিউমদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুর রহমান বলেন, সকালে বৃষ্টির মধ্যে নিজ জমিতে কাজ করছিলেন সাদির আলী। বিকালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে হাওরে কাজ করা অন্য কৃষকরা সাদির আলীর মৃতদেহ বাড়িতে নিয়ে যান বলে তিনি জানান।
নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন ইউএনও অনুপম দাস।