Published : 19 Jul 2023, 07:04 PM
খাগড়াছড়িতে মঙ্গলবার আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।
পুলিশ সদস্যদের উপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মিনহাজুল আবেদিন বুধবার এই মামলা করেন ।
দুপুরে খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, “গতকাল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসারসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০-৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে তাদের আদালতে সোপর্দ করেছি।”
অন্যদিকে, এ সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
সকালে শহরের কলাবাগানে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, “পদযাত্রায় সংঘাতের রেশ ধরে জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগের কর্মীরা। এসময় ঘরবাড়িতে হামলা করে নগদ অর্থসহ মালামাল লুটপাট করা হয়েছে। হামলার সময় বিভিন্ন স্থানে ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়।”
নেতা কর্মীদের উপর এ হামলা বন্ধ না হলে জেলায় হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয় সংভাদ সম্মেলন থেকে।