Published : 25 Oct 2022, 12:23 PM
পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের সময় নোঙ্গর করা ইটবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের টিম লিডার মো. মজিবর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদী থেকে নূর ইসলামের লাশ উদ্ধার করা হয়।
নিহত ৪০ বছর বয়সী নূর ইসলাম সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে।
নিহতের শ্যালক মো. রিয়াজ জানান, পটুয়াখালীর একটি ইটভাটা থেকে ট্রলার মালিক জলিল মোল্লা ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ওই ট্রলারের কর্মী ছিলো নূর ইসলাম। ঘূর্ণিঝড়ের খবরে ইটবোঝাই ট্রলারটি লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা হয়। পরে রাতে ঘূর্ণিঝড়ের সময় ট্রলারটি ডুবে গেলে নূর নিখোঁজ হয়।
“আমার ভগ্নিপতিকে রেখেই জলিল ট্রলার থেকে লাফ দেয়। পরে সে তীরে উঠে আসে। খবর পেয়ে পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরিরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রলারের ভেতর থেকে নূরের লাশ উদ্ধার করে।”
পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাওলাদার জানান, ঘূর্ণিঝড়ের সময় নূরু ইসলাম ট্রলারের ইঞ্জিন রুমে ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার সময় জলিল লাফ দেয়। এ সময় তিনি নূরকে ডাক দিলেও নূর বের হতে পারে নাই।