আন্তর্জাতিক ফুটবল
Published : 13 May 2025, 05:36 PM
গুজব-গুঞ্জনের পর্ব শেষ, কার্লো আনচেলত্তি হাল ধরছেন ছন্নছাড়া ব্রাজিল দলের। কিন্তু বিদেশি কোচের হাত ধরে সেলেসাওদের পথচলা কেমন হবে, তা নিয়ে সংশয় আছে অনেকের। তবে রিভালদোর বিশ্বাস, এই ইতালিয়ান কোচ দিকহারা দলের হাল ধরবেন শক্ত হাতে; ফেরাবেন ভারসাম্য, এনে দিতে পারেন ২০২৬ বিশ্বকাপ ট্রফিও।
আগামী বিশ্বকাপের আগে সবকিছু গুছিয়ে নিতে, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার হাহাকার দূর করার প্রস্তুতি সারতে অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না আনচেলত্তি। ২৬ মে কাজ শুরুর পর সময় পাবেন এক বছর। তবে, রিভালদো আশাবাদী। বিশ্বকাপ জয়ী এই গ্রেটের মনে হচ্ছে, পারবেন আনচেলত্তি।
যদিও ‘বিদেশি’ কোচের অধীনে ব্রাজিলকে দেখার বিষয়টি খুব একটা ভালো লাগেনি রিভালদোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রাখঢাক না করে তিনি লিখেছেন, তিনি ‘সবসময়’ দেশি কোচকে দেখতে চেয়েছেন ব্রাজিলের ডাগআউটে।
“যাই হোক না কেন, এ পর্যন্ত আমাদের পাঁচটি বিশ্বকাপই জিতেছেন দেশি কোচ। কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত অন্য কোনো দলের হয়ে বিশ্বকাপ জেতেনি।”
এ কথা বলেই ব্রাজিলের দায়িত্ব ভিনদেশীর কাঁধে ওঠার পেছনের কারণও তুলে ধরেছেন রিভালদো। বলেছেন, বিষয়টি ‘দলের সাম্প্রতিক বিবর্ণ পারফরম্যান্স এবং সমর্থক ও গণমাধ্যমের চাপের’ কারণে ‘অনিবার্য’ ছিল। এই বিরুদ্ধ পরিস্থিতিতে আনচেলত্তির মতো অভিজ্ঞ কাউকে বেছে নেওয়ায় সাবেক এই ফরোয়ার্ড খুশিই।
“অন্তত তারা সেরাদের একজনকে বেছে নিয়েছে। একজন সফল কোচ, যার অধীনে এসি মিলানে আমার খেলার সুযোগ হয়েছিল। যে ক্লাবগুলোতে তিনি গেছেন, সেখানেই জিতেছেন। যদিও বিশ্বকাপের আগে আনচেলত্তির হাতে সময় খুব কম, তবে দুর্দান্ত একটি কাজ করার সম্ভাবনা আছে তার।”
আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার সাথে অতীতের একটি সুখস্মৃতির তুলনাও টেনেছেন রিভালদো। আনচেলত্তির মতোই লুইস ফেলিপে স্কোলারি ২০০২ বিশ্বকাপের এক বছর আগে ব্রাজিলের হাল ধরেছিলেন। কোরিয়া-জাপানের সেই আসরে পঞ্চম এবং সবশেষ বিশ্বকাপের জয়ের অনির্বচনীয় আনন্দে মেতেছিল ব্রাজিলও। রিভালদোর মনে হচ্ছে, ২০২৬ সালে একই উপলক্ষ আনচেলত্তি উপহার দিতে পারেন বর্তমান নড়বড়ে দলটিকে গুছিয়ে এনে।
“ইউরোপে ও ব্রাজিলে খেলা ফুটবলারদের সমন্বয়ে আনচেলত্তি একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল দাঁড় করাতে পারেন। সমর্থন পেলে এবং জাতীয় দলের বিষয়গুলো বিশ্লেষণের সময় পেলে তিনি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের দীর্ঘ অপেক্ষার অবসানে নেতৃত্ব দিতে পারেন। এই দারুণ চ্যালেঞ্জের জন্য তাকে শুভকামনা জানাই আমি।”
বর্তমানে রেয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা আনচেলত্তি চলতি লা লিগার মৌসুম শেষে ব্রাজিলের দায়িত্ব নিবেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ২৬ মে রিও দে জেনেইরোতে থাকবেন আনচেলত্তি এবং ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে একুয়েডর (৫ জুন) ও প্যারাগুয়ের (১০ জুন) বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করবেন।
২০২৬ সালে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আপাতত স্বল্প মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি।
গত ২৮ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বিদায় করে দেয় ব্রাজিল। সেই শুন্যতা আনচেলত্তিকে দিয়ে পূরণ করেছে সিবিএফ।