স্প্যানিশ ফুটবল
Published : 28 Feb 2025, 06:10 PM
বয়স কেবল ১৭ বছর। অথচ খেলা দেখলে মনে হয় যেন কত অভিজ্ঞ এক ফুটবলার! লামিনে ইয়ামালকে নিয়ে থিয়েরি অঁরির ভাবনাটা এমনই। এত অল্প বয়সে স্পেন ও বার্সেলোনার এই উইঙ্গারের পরিণত বোধ দেখে মুগ্ধ ফরাসি গ্রেট।
এই সময়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন ইয়ামাল। বার্সেলোনায় অভিষেকের পর থেকেই দুর্দান্ত স্কিল আর অবিশ্বাস্য ধারাবাহিকতায় তিনি হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। স্পেন জাতীয় দলেও করে নিয়েছেন আপন জায়গা।
শুধু এই তরুণের প্রতিভাতেই মুগ্ধ নন অঁরি। ‘গোল ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড বললেন, মাঠে খেলাটি নিয়ে ইয়ামালের যে পরিণত বোধের ছাপ তিনি দেখেন, সেটাও অবাক করে তাকে।
“যেভাবে সে খেলাটি খেলে... ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচই ধরুন, (২০২৪ ইউরো), এক পর্যায়ে তার কাছে বল ছিল, তারা ২-১ গোলে এগিয়ে ছিল এবং পাল্টা আক্রমণে থিও এরনঁদেজের সঙ্গে সে ওয়ান-অন-ওয়ানে ছিল। সে এগিয়ে যেতে পারত। কিন্তু সে বল থামিয়ে দিল, দানি কার্ভাহালের দিকে পাস দিল এবং সবাইকে শান্ত থাকতে বলল। হাতের ইশারায় সে শান্ত হয়ে গেল। তখন আমার অনুভূতি এমন ছিল যে, ‘ওয়াও, এই বয়সেই তুমি জানো, কী করা উচিত।”
“যদি সে বলটা নিয়ে ওয়ান-অন-ওয়ানে খেলতে চেষ্টা করত, কেউ কিছু বলত না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই মুহূর্তে সে বুঝতে পেরেছিল, ‘আমি বলটা হারাতে পারব না, ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাই বলটা ধরে রাখি।’ আর এজন্যই সে আমার কাছে বিশেষ কিছু, কারণ সে জানে, খেলার ছন্দ ও গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়।”
গত বছর স্পেনের ইউরো জয়ে বড় অবদান ছিল ইয়ামালের। ২০২৪ সালের ব্যালন দ’অর জয়ের লড়াইয়ে তিনি হয়েছিলেন অষ্টম। তবে সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড ও কোপা ট্রফি জিতেছিলেন তিনিই।
এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনি গোল করেছেন ১১টি, করিয়েছেন ১৩টি।