ইংলিশ ফুটবল
Published : 04 Jul 2025, 03:26 PM
ঘনিষ্ঠ বন্ধু ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থ দিয়োগো জটার মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়েছেন চেলসির পেদ্রো নেতো। এই অবস্থায় ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসের বিপক্ষে খেলা না-খেলার সিদ্ধান্ত এই উইঙ্গারের ওপরই ছেড়ে দিয়েছেন কোচ এন্টসো মারেস্কা।
স্পেনের থামোরা প্রদেশে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন লিভারপুল ফরোয়ার্ড জটা। ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।
স্প্যানিশ পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জটার গাড়ির টায়ার ফেটে যাওয়ায় রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।
জটা ২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে তার সঙ্গে খেলেন নেতো। গত মাসে একসঙ্গে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতেন তারা।
প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে মায়ামিতে চেলসির অনুশীলনে অংশ নেননি নেতো। ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি।
ম্যাচের আগের দিন চেলসি কোচ মারেস্কা বলেন, এই ম্যাচে খেলা নিয়ে নেতোর ওপর কোনো ধরনের চাপ নেই।
“পেদ্রো খুবই মর্মাহত, অনেক বেশি শোকাহত। তবে এই মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা পেদ্রোর খুব কাছেই আছি। এটা পুরোপুরি পেদ্রোর সিদ্ধান্ত (যদি সে খেলতে চায়)। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তার যে কোনো সিদ্ধান্তই সঠিক।”
“আমরা যে কোনো পরিস্থিতিতে তাকে সমর্থন করব। আগামীকাল সে মাঠে থাকুক বা না থাকুক, আমরা তাকে সমর্থন করব।”
কোচের সঙ্গে সুর মিলিয়েছেন চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়াও।
“সকালে সে বিমর্ষ ছিল… আমরা একসঙ্গে থাকার চেষ্টা করেছি। বিকেলে সে কিছুটা ভালো ছিল। আমি তাকে বলেছি, যদি সে খেলে, তাহলে সে গোল করবে, কারণ এটাই নিয়তি। (খেলার জন্য) পেদ্রোর ভালো বোধ করাটা গুরুত্বপূর্ণ। ফুটবল গৌণ, আগামীকাল লম্বা দিন। তারা যা সিদ্ধান্তই নেবে, তা ভালো হবে।”
“এরকম সময়ে ফুটবল গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা।”