চ্যাম্পিয়ন্স লিগ
Published : 10 Mar 2025, 09:16 PM
লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলে দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে বার্সেলোনাকে। এর মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কাতালান দলটি। বার্সেলোনা কোচ ফ্লিক বললেন, গার্সিয়ার জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয়ের চেষ্টা করবেন তারা।
গত শনিবার বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান গার্সিয়া। ততক্ষণে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল বার্সেলোনার খেলোয়াড়রা। খেলা শুরুর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। সোমবার সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত চিকিৎসকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ফ্লিক। পরে এই জার্মান কোচ তুলে ধরেন গার্সিয়া কতটা প্রিয় ছিলেন দলের কাছে।
“(তাকে হারানো) বড় ক্ষতি, তিনি চমৎকার একজন মানুষ এবং দারুণ চিকিৎসক ছিলেন। দলের জন্য, ক্লাবের জন্য তিনি ছিলেন অসাধারণ একজন। আমাদের দলের মূল অংশ ছিলেন তিনি। আমরা তার অভাব বোধ করব, তবে এটাই জীবন। আমি মনে করি, তিনি ওপর থেকে আমাদের সমর্থন করবেন। আমরা তার জন্য খেলতে চাই, এই পরিস্থিতিতে তার জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।”
“আমি মনে করি, দল পরিস্থিতি ভালোভাবে সামলে উঠছে। ম্যাচটি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি, লিসবনের ম্যাচের পরই বলেছি, ওটা ছিল কেবল প্রথম ম্যাচ।”
প্রথম লেগে বেনফিকার মাঠে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও ১-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। ফিরতি লড়াইয়েও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্লিক।
“আমরা খুব ভালো ছন্দে আছি। আশা করি, আমরা এভাবেই এগিয়ে যেতে পারব। দলকে খুব মনোযোগী দেখছি আমি। কেউই কোনো কিছু নিশ্চিত ধরে নেয়নি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। তিনটি শিরোপার লড়াইয়ে আছে তারা। লা লিগায় আছে শীর্ষে। কোপা দেল রেতে পৌঁছে গেছে সেমি-ফাইনালে। প্রতিযোগিতাটির শেষ চারের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ ড্র করেছে তারা।