স্প্যানিশ ফুটবল
Published : 20 May 2025, 06:11 PM
কয়েক মাস ধরেই চলছে আলোচনা। কিন্তু এখন পর্যন্ত লামিনে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি করা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বার্সেলোনা। কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, স্প্যানিশ এই তরুণ সেনসেশনের চুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তারা।
২০২৬ সাল পর্যন্ত ১৭ বছর বয়সী ইয়ামালের সঙ্গে চুক্তি আছে বার্সেলোনার। আগামী জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হবে ইয়ামালের। এরপর তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে চায় বার্সেলোনা, এমন খবর কদিন আগে দিয়েছিল ক্রীড়াভিত্তিক ওয়েসসাইট ইএসপিএন।
‘টিভি৩’ এর সঙ্গে লাপোর্তার আলোচনায় উঠল ইয়ামালের চুক্তির প্রসঙ্গ। সেখানেই এই ফরোয়ার্ডকে নিয়ে তাদের ভাবনার কথা বলেন এবারের লা লিগা শিরোপা জেতা ক্লাবটির প্রধান।
“সব সময়ই কিছু জটিলতা থাকে। এটা (নতুন চুক্তি) নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনও স্বাক্ষরিত হয়নি। লামিনে অসাধারণ একজন খেলোয়াড়, ব্যক্তি হিসেবেও দুর্দান্ত এবং এরই মধ্যে সে খুবই পরিণত হয়ে উঠেছে।”
“তার প্রতিনিধি ও পরিবারের অনুভূতি ভালো। তার এজেন্ট, হোর্হে মেন্দেস তাকে ভালোভাবে পরামর্শ দেন। এটা ভালোভাবে শেষ হবে। সে এখানে বড় হয়েছে, সে কাতালুনিয়া এবং বার্সার ভক্ত। সে বার্সেলোনায় সুখী এবং বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্যে রয়েছে।”
বিশ্ব ফুটবলের তারকা হয়ে উঠেছেন ইয়ামাল। সময় যত যাচ্ছে ট্রান্সফার মার্কেটে তার মূল্যও তত বাড়ছে। ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন তিনি। তবে বার্সেলোনার তাকে ছাড়ার সম্ভাবনা নেই।
ক্লাবটির এবার ঘরোয়া মৌসুমে ট্রেবল জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। চলতি মৌসুমে লা লিগার পাশাপাশি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা।
স্পেনের হয়ে ইউরো জেতা ইয়ামাল বার্সেলোনার জার্সিতে সবশেষ ৬ ম্যাচে ৪ গোল করেছেন। যেখানে রয়েহে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্টার মিলান, ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদ ও লিগ শিরোপা নিশ্চিতের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে করা তার চোখধাঁধানো গোল। সবগুলো গোলই এসেছে তার বাঁ পায়ের জাদুকরী ছোঁয়ায়।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ১৮ গোল করেছেন ইয়ামাল। সতীর্থদের ২৫টি গোলে অবদান রেখেছেন তিনি। যেভাবে মাঠে বিচরণ করছেন এই রাইট উইঙ্গার, তার মূল্য বাড়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন লাপোর্তা। তাই তার বয়স দেখে নয়, পারফরম্যান্স বিবেচনায় চুক্তি করার কথা ভাবছেন তারা।
“এটা (চুক্তির আর্থিক দিক) এখনও সম্পন্ন হয়নি, তবে আলোচনা চলছে। পারিশ্রমিক তার পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, বয়সের বিবেচনায় নয়।”
“তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। লামিনের সঙ্গে ক্লাবের স্বার্থকে একত্রিত করতে হবে। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হবে, আশা করি।”
২০২৬ সালে শেষ হয়ে যাবে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে বার্সেলোনার চুক্তি। ডাচ এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ‘জরুরিভাবে’ কাজ করছে বার্সেলোনা। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার সঙ্গে মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা চলছে বলে খবর।