চ্যাম্পিয়ন্স লিগ
Published : 12 Mar 2025, 03:25 PM
চলতি মৌসুমে তিনটি বড় ট্রফির লড়াইয়ে ভালোভাবেই আছে বার্সেলোনা। তবে এখনই নিজেদের শিরোপা সম্ভাবনা নিয়ে কোনো কথা বলতে চান না দলটির কোচ হান্সি ফ্লিক। তার মতে, এসব নিয়ে বলার সময় এখনও আসেনি।
লা লিগার চূড়ায় থাকা বার্সেলোনা মঙ্গলবার রাতে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় পৌঁছে গেছে পরের ধাপে।
১৭ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা কোপা দেল রের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে।
ট্রফি জেতার চাপের কথা উড়িয়ে দিয়ে কাতালান ক্লাবটির কোচ ফ্লিক বলেছেন, শিরোপার জন্য এখনও অনেক লড়াই বাকি।
“সবার আগে আমাদের মনোযোগ দিতে হবে কোয়ার্টার-ফাইনালে এবং পরবর্তী প্রতিপক্ষের জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে হবে।”
“যে সব প্রতিযোগিতা আছে সেগুলোর মধ্যে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগই সবচেয়ে কঠিন। আশা করি আমরা এগিয়ে যেতে পারব এবং শিরোপা জিততে পারব তবে এটা এখনও অনেক দূরের পথ।”
লা লিগায় স্পেনের সবচেয়ে বড় তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কেবল ১। সাম্প্রতিক সময়ের মধ্যে এবারই দেশটির শীর্ষ লিগে শিরোপার জন্য সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট শিরোপাধারী রেয়াল মাদ্রিদের। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।
স্পেনের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা কোপা দেল রের সেমি-ফাইনালে আতলেতিকোর বিপক্ষে খেলছে বার্সেলোনা। ঘরের মাঠে প্রথম লেগ ৪-৪ গোলে ড্র করা দলটি আগামী ২ এপ্রিল খেলবে ওয়ান্দা মেত্রোপলিতানোয়।
ছন্দে থাকা বার্সেলোনা মঙ্গলবার উপহার দিয়েছে আরেকটি দারুণ পারফরম্যান্স। বেনিফিকার বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। দুর্দান্ত এক গোল করেছেন লামিনে ইয়ামাল। দলের খেলায় মুগ্ধ জার্মান কোচ ফ্লিক।
“আমি খুশি, আমরা বেনফিকাকে সমীহ করেছি, তারা খুব ভালো খেলেছে, আমাদের জন্য কাজটা অনেক কঠিন করেছে। তবে আমরা খুব ভালো খেলেছি, আমি গর্বিত।”
“লামিনে অনেক দিন ধরে গোল পাচ্ছিল না, ছয় ম্যাচ এবং এক মাসের বেশি সময় ধরে। সে খুশি, কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক গোল ছিল। দুর্দান্ত এক প্রচেষ্টা ছিল। আমরা সবাই তার জন্য খুশি, কারণ সে দারুণ এক ছেলে এবং অসাধারণ খেলোয়াড়।”
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড কিংবা লিলের বিপক্ষে খেলবে বার্সেলোনা। নিজেদের পরের ম্যাচে রোববার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।