ইংলিশ ফুটবল
Published : 14 Jul 2024, 10:28 PM
নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগের শক্তি বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডসের স্ট্রাইকার ইয়োশুয়া জির্কজিকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ইতালিয়ান ক্লাব বোলোনিয়া থেকে ২৩ বছর বয়সী জির্কজিকে দলে ভেড়াতে ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার পাউন্ড খরচ হয়েছে ইউনাইটেডের।
ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন জির্কজি। আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।
গত মৌসুমে সেরি আয় পঞ্চম হয়ে আসর শেষ করে বোলোনিয়া। এতে আগামী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে দলটি। যেখানে বড় অবদান রয়েছেন জির্কজির। গত মৌসুমে ইতালির শীর্ষ লিগে ৩৪ ম্যাচ খেলে ১১ গোল করেন তিনি, অ্যাসিস্ট করেন ৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে বোলোনিয়ার হয়ে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ১৪ গোল করার পাশাপাশি ৯টিতে অ্যাসিস্ট করেন তিনি।
২০১৭ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন জির্কজি। পরে ২০২২ সালে তিনি পাড়ি জমান বোলোনিয়ায়। নিজেকে মেলে ধরে এই তরুণ এবার আরও বড় ক্লাবে জায়গা করে নিলেন।
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনাল্ড কুমানের নেদারল্যান্ডস দলের অংশ ছিলেন জির্কজি। দুটি ম্যাচে বদলি হিসেবে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ডাচরা।