ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 24 Jun 2024, 09:03 PM
ইউরোর বাছাইয়ে পারফরম্যান্স তেমন ভালো ছিল না সুইজারল্যান্ডের। তবে মূল পর্বে এসে দারুণ খেলছে তারা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে উঠে গেছে শেষ ষোলোয়। দলের মানসিকতার পরিবর্তনে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক গ্রানিত জাকা। এই মিডফিল্ডার বললেন, আরও অনেক কিছু অর্জনের ক্ষুধা আছে দলের ভেতর।
বাছাইপর্বে গ্রুপে রোমানিয়ার পেছনে থেকে দ্বিতীয় হয়ে মূল পর্বের টিকেট পায় সুইজারল্যান্ড। বাছাইয়ের সবশেষ আট ম্যাচের মধ্যে তারা হারাতে পারে কেবল অ্যান্ডোরাকে। চারটি ম্যাচে তারা লিড হারায় শেষ দিকে গোল হজম করে, এর মধ্যে কসোভো আর ইসরায়েলের মতো দুর্বল প্রতিপক্ষও ছিল।
জার্মানিতে মূল আসরে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করে সুইসরা। পরের ম্যাচে ১-১ ড্র করে স্কটল্যান্ডের সঙ্গে। গ্রুপের শেষ রাউন্ডে ড্যান এনডোয়ের গোলে জার্মানিকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার খুব কাছে পৌঁছে যায় তারা। কিন্তু যোগ করা সময়ে নিকলাস ফুয়েলখুগের গোলে ১-১ ড্র হয় ম্যাচ। গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় পা রাখেন জাকারা।
তিন ম্যাচের দুটিতে সেরার পুরস্কার জেতা ৩১ বছর বয়সী জাকা বললেন, এখন এক ভিন্ন দল তারা।
“এই দল ক্ষুধার্ত, এই দলের মানসিকতা একেবারে নতুন, দারুণ ইচ্ছাশক্তি ও উদ্যম আছে। শেষ ষোলোয় আমরা আবার সেটা দেখাতে চাই। আমরা খুব ভালো পথে আছি। প্রথম পদক্ষেপ নিয়েছি। আমরা গ্রুপ পর্বে টিকে গেছি, এখন আমরা আরও চাই।”
বড় টুর্নামেন্টে এই নিয়ে টানা ছয় আসরে নকআউট পর্বে উঠল সুইজারল্যান্ড। গত ইউরোর শেষ ষোলোয় তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।
এবার শেষ ষোলোয় ইতালি অথবা ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে পারে তারা। সুইজারল্যান্ডের জন্য যা ‘স্বপ্নের ম্যাচ নয়’ বলে মনে করেন জাকা। ‘বি’ গ্রুপে সোমবার মুখোমুখি হবে ইতালি ও ক্রোয়েশিয়া।