ফিফা ক্লাব বিশ্বকাপ
Published : 23 Jun 2025, 03:05 AM
ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হলো রেয়াল মাদ্রিদ। সেই সুযোগে একের পর এক আক্রমণ করল পাচুকা। তবে মেক্সিকোর দলটির সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। শেষ দিকে সেই দেয়াল ভাঙলেও কোনো বিপদ হলো না। দুর্দান্ত জয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল শাবি আলোন্সোর দল।
নর্থ ক্যারোলাইনার শার্লটে রোববার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ।
জুড বেলিংহ্যাম ও আর্দা গিলের রেয়ালকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তৃতীয় দলটি করেন ফেদেরিকো ভালভের্দে। পাচুকার একমাত্র গোলটি করেন এলিয়াস মন্তিয়েল।
রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন আলোন্সো। আসরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছিল রেয়াল।
গত ডিসেম্বরে এই পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।
এবারের লড়াইয়ে ম্যাচের ফলে অবশ্য ফুটে উঠছে না, আক্রমণে কতটা দাপট দেখিয়েছে পাচুকা। গোলের জন্য মোট ২৫টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে তারা। ১০টিই সেভ করেন কোর্তোয়া। আর রেয়ালের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল এবং সবকটিই সফল।
অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপেকে এই ম্যাচেও পায়নি রেয়াল। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সপ্তম মিনিটে বড় এক ধাক্কা খায় তারা। বক্সের বাইরে প্রতিপক্ষের সালোমন রন্দনকে পেছনে থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন সেন্টার-ব্যাক রাউল আসেন্সিও।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় পাচুকা। করতে থাকে একের পর এক আক্রমণ।
অষ্টাদশ মিনিটে দুর্দান্ত ডাবল সেভে রেয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। কেনেদির শট ঠেকানোর পর কাছ থেকে বাতিস্তার প্রচেষ্টা এক হাতে আটকে দেন বেলজিয়ান গোলরক্ষক।
শুরুর চাপ সামলে একটু একটু করে গুছিয়ে ওঠে রেয়াল। ৩৫তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। ভিনিসিউসের পাস ধরে বক্সের ভেতরে ঢুকে, দুই পাশে থাকা প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার।
সেই রেশ থাকতেই সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ইউরোপের সফলতম দলটি। ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে গন্সালো গার্সিয়া বল দেন গিলেরকে। নিচু শটে গোলটি করেন তুরস্কের তরুণ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে আরও তিনটি চমৎকার সেভ করে দলের ব্যবধান ধরে রাখেন কোর্তোয়া। বিশেষ করে, কেনেদির একটি শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠানোর পর আরেকটি ঝাঁপিয়ে ঠেকান তিনি।
৭০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে রেয়ালকে জয়ের পথে এগিয়ে নেন আগের ম্যাচে পেনাল্টি মিস করা ভালভের্দে। ভিনিসিউসের পাস পেয়ে বক্সের বাইরে ব্রাহিম দিয়াসকে বল দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ছুটে গিয়ে সতীর্থের ক্রসে দারুণ ভলিতে বল জালে পাঠান উরুগুয়ের তারকা।
৮০তম মিনিটে ব্যবধান কমান মন্তিয়েল। বক্সের বাইরে থেকে তার শট রেয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না কোর্তোয়ার।
২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রেয়াল। ৩ পয়েন্ট নিয়ে রেড বুল সালসবুর্গ দুইয়ে, ১ পয়েন্ট নিয়ে আল হিলাল তিনে আছে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে একটি করে। দুটিই হেরে বিদায় নিশ্চিত পাচুকার।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ ষোলোয়।