Published : 17 Feb 2023, 07:05 PM
সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই-এই শ্লোগান সামনে রেখে যশোরে হওয়া হাফ ম্যারাথনে সেরা হয়েছেন বাংলাদেশের আমিনুর রহমান ও জাপানের ইরিলিক ইকি।
যশোর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ থেকে শুক্রবার সকালে দৌড় শুরু করে সেলফির মোড় হয়ে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসেন। এ হাফ ম্যারাথনে ২১, ১০ ও ৩ কিলোমিটার বিভাগে দেশি-বিদেশি মিলিয়ে মোট তিনশ নারী-পুরুষ অংশ নেন।
২১ কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আমিনুর রহমান এবং নারি বিভাগে সেরা হয়েছেন জাপানের ইরিলিক ইকি। ১০ কিলোমিটারে পুরুষ বিভাগে মোহাম্মদ আলামিন ও নারী বিভাগে প্রথম হন জুবায়রা জাহানারা।
এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ কিলোমিটার দূরত্ব বিভাগের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
যশোর হাফ ম্যারাথন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে সেইলর।