বিশ্বকাপ বাছাই
Published : 07 Oct 2024, 04:29 PM
বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের আগে ব্রাজিল দলের সমস্যা কেবল বেড়েই চলেছে। মূল গোলরক্ষক আলিসন ও তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের পর এবার চোটে ছিটকে গেলেন অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন মিলিতাও। ফলে, চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রেয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা।
পায়ের ভিন্ন চোটের কারণে গত মাসের সবশেষ আন্তর্জাতিক বিরতিতেও খেলতে পারেননি মিলিতাও। সেপ্টেম্বরের ওই সূচিতে একুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর, প্যারাগুয়ের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় দরিভাল জুনিয়রের দল।
গত শনিবার লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে রেয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মিলিতাও। ম্যাচটি খেলে সাও পাওলোতে পাড়ি দেন তিনি। সেখানেই তার চোট ধরার পড়ার কথা জানায় সিবিএফ।
“রোববার তার কিছু পরীক্ষা করানো হয়…তাতে তার ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণেই তিনি খেলতে পারবেন না।”
মিলিতাওয়ের শূন্যস্থান পূরণে, ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোকে দলে নেওয়ার বিষয়টি বিবৃতিতে জানানো হয়েছে।
ভিয়ারেয়ালের বিপক্ষে রেয়ালের ওই জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করার মিনিট পাঁচেক পরই ভিনিসিউসকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের পর পরীক্ষায় ভিনিসিউসের ঘাড়ে চোট পাওয়ার কথা নিশ্চিত করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কতদিন তাকে বাইরে থাকতে হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
ব্রাজিল দলের পক্ষ থেকেও ভিনিসিউসকে নিয়ে এখনও কিছু বলা হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, আসছে দুই ম্যাচে তাকে পাবে না পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
আর প্রিমিয়ার লিগে রোববার লিভারপুলের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এই দুই ম্যাচ থেকে ছিটকে যান আলিসন।
সবশেষ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচের মধ্যে জিতেছে কেবল তিনটিতে। চার হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় আছে পাঁচে।
১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।
পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সামনে সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।