এশিয়া কাপ আর্চারি
Published : 17 Jun 2025, 03:57 PM
এই বছর আর্চারির বৈশ্বিক আসর থেকে সাফল্য না পাওয়ার হতাশার বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে এলো বাংলাদেশ। এশিয়া কাপ আর্চারি (লেগ-২)-এর রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন আব্দুর রহমান আলিফ। এতে করে পদকও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলবার রিকার্ভ পুরুষ এককের সেমি-ফাইনালে আলিফ ৬-২ সেট পয়েন্টে হারান চাইনিজ তাইপের প্রতিযোগী চেন পিন-আনকে। সেরা হওয়ার লড়াইয়ে শুক্রবার তিনি লড়বেন জাপানের প্রতিযোগী মিয়াতা গাকুতোর বিপক্ষে।
‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা আলিফ চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে ওঠেন শেষ বত্রিশে। পরের ধাপগুলোয় মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনের বিপক্ষে জমজমাট লড়াই ৭-৩ ব্যবধানে জিতে উঠে আসেন সেমি-ফাইনালে।
ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের চেন পিন-আনের বিপক্ষে শুরুটা তিনি ভালো করেন, ২৬-২৫ পয়েন্টে জিতে নেন প্রথম সেট। কিন্তু পরের দুই সেটে লড়াই করে আলিফ হেরে যান ২৮-২৭, ২৮-২৭ ব্যবধানে।
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের সেট ২৯-২৫ ব্যবধানে জিতে সমতা ফেরান আলিফ। লড়াই গড়ায় পঞ্চম সেটে, সেখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ২৮-২৭ পয়েন্টে জেতেন বাংলাদেশের এই আর্চার।