ইংলিশ ফুটবল
Published : 09 May 2025, 07:13 PM
সময়ের সেরা রাইট-ব্যাকদের একজন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে হারানোয় ভীষণ হতাশ আর্না স্লট। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী লিভারপুল কোচ আশাবাদী, শূন্যতা পূরণে অবশ্যই এগিয়ে আসবেন একজন খেলোয়াড়।
৬ বছর বয়সে লিভারপুলে যোগ দিয়েছিলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ২৬ বছর বয়সে অ্যানফিল্ড ছাড়ছেন তিনি ক্লাবের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ জিতে।
আগামী রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের বিপক্ষে খেলবে লিভারপুল। সেই লড়াইয়ের আগে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে ধরে রাখতে না পারার আক্ষেপ ঝরল স্লটের কণ্ঠে।
“আমি মনে করি, যারা লিভারপুলকে পছন্দ করে, যারা লিভারপুলের ভক্ত, আমরা সবাই হতাশ কারণ, একজন ভালো মানুষ ক্লাব ছেড়ে যাচ্ছেন। একই সঙ্গে খুব, খুব, খুব ভালো একজন ফুলব্যাকও আমাদের ছেড়ে যাচ্ছে।”
“আমি এজেড আলকামার, ফেইনুর্ডের মতো ক্লাবেও কাজ করেছি, যেখানে প্রতি মৌসুমে একজন খুব ভালো খেলোয়াড় কিংবা বেশ কয়েকজন খেলোয়াড় দল ছেড়ে যায়… তাই সম্ভবত আমি এতে অভ্যস্ত।”
অভিজ্ঞতা থেকে স্লট জানেন, শূন্যতা সবসময়ই পূরণ হয়। নতুন কোনো খেলোয়াড় এগিয়ে আসে। অ্যানফিল্ডেও সেটা দেখার অপেক্ষায় আছেন ডাচ কোচ।
“আমার অভিজ্ঞতা বলে, এই ক্লাবের ক্ষেত্রেও যদি একজন খুব ভালো খেলোয়াড় দল ছেড়ে যায়, পরবর্তী খুব ভালো খেলোয়াড় এগিয়ে আসে। আর এখন সম্ভবত সেটাই ঘটবে।”
ব্রিটিশ গণমাধ্যমে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সম্ভাব্য বিকল্প হিসেবে ২১ বছর বয়সী কনর ব্র্যাডলির কথা বলা হচ্ছে। স্লটের মতে দুই জনের মধ্যে তুলনার সময় এখনও আসেনি।
“এখনই তার সঙ্গে ট্রেন্টের তুলনা না করি। আমার মতে তারা ভিন্ন ঘরানারও। লিভারপুলের খুব ভালো ফুলব্যাক হিসেবে কনরের উপর আমাদের প্রচুর আস্থা। গত দুই মৌসুমে সে এটা দেখিয়েছে।”
“কনরের ক্ষেত্রে আমার মনে হয়, আমরা সবাই সম্ভাবনা দেখছি… দুর্ভাগ্যজনকভাবে সে মৌসুম জুড়ে খেলার মতো ফিট ছিল না। খুব ভালো খেলোয়াড় হতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে খেলার মতো অবস্থায় থাকতে হবে। আর আগামী মৌসুমে এটাই হবে তার প্রথম পদক্ষেপ।”