Published : 08 May 2025, 10:03 AM
সেমি-ফাইনালের দুই লেগেই হেরে ছিটকে গেছে দল। কিন্তু এমন পরিণতি মানতেই পারছেন না মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের দাবি, মাঠের খেলার প্রতিফলন পড়েনি ম্যাচের ফলাফলে। সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেও নিজের দলকেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল মনে করেন তিনি।
সেমি-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ১-০ গোলে জিতে আসা পিএসজি দ্বিতীয় লেগে বুধবার নিজেদের মাঠে জেতে ২-১ গোলে।
প্রথম লেগে পরাজয়ের পর আর্তেতা বলেছিলেন, প্যারিসে ‘স্পেশাল’ কিছু করে দেখাবে দল। তাদের শুরুটাও ছিল তেমনই উজ্জীবিত ও গতিময়। কিন্তু গোল আদায় করতে পারেনি কেউ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান জানলুইজি দোন্নারুম্মা। ১০ মিনিটের মধ্যেই গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওদেগোরের প্রচেষ্টা ঠেকিয়ে দেন পিএসজির গোলকিপার। এর আগেই একটুর জন্য বাইরে চলে যায় ডেক্লান রাইসের হেড।
পরেও ম্যাচজুড়ে অসাধারণ খেলেন দোন্নারুম্মা। বুকায়ো সাকার একটি শট থেকেও দলকে রক্ষা করেন দুর্দান্তভাবে। দুই লেগেই দারুণ উজ্জ্বল ছিলেন পিএসজির ইতালিয়ান গোলকিপার।
ম্যাচের পর আর্সেনাল কোচ নিজেদেরকেই সেরা উল্লেখ করে আক্ষেপ করলেন গোলমুখে কার্যকর হতে না পারায়। কৃতিত্ব দিলেন তিনি দোন্নারুম্মাকেও।
“আমি শতভাগ মনে করি… যতটুকু দেখেছি, আমার মনে হয় না আর্সেনালের চেয়ে ভালো কোনো দল এই প্রতিযোগিতায় আছে। কিন্তু আমরাই ছিটকে গেছি। দুই লেগেই আরও বেশি কিছু প্রাপ্য ছিল আমাদের। তবে এ প্রতিযোগিতার মূল ব্যাপার হলো বক্সে ভালো করা এবং দুই প্রান্তের বক্সের ভেতর সাধারণত স্ট্রাইকার ও গোলকিপারই থাকে বেশির ভাগ সময়। ওদের গোলকিপার দুই লেগেই ছিল ম্যাচে সেরা খেলোয়াড়।”
সেরা দল দাবি করায় আবার আর্তেতার কাছে সুনির্দিষ্ট করে জিজ্ঞেস করা হয়, পিএসজির চেয়ে আর্সেনালই শ্রেয়তর ছিল কি না। তিনি আবারও বললেন একই কথা।
“আমার তো তা-ই মনে হয়, বিশেষ করে দুই লেগের ১৬০ মিনিটে। আমি তো বলছিই, এমনকি ওরাও বলছে (আর্সেনাল বেশি ভালো খেলেছে)… আমার কাছেও এটা বলেছে ওরা (পিএসজির ডাগআউটে থাকা ফুটবলাররা)।”
“এটা আমাকে গর্বিত করেছে। তবে পাশাপাশি আমি খুবই হতাশ ও ভীষণ বিরক্ত যে আমরা কাজটা করতে পারিনি। আজকে আমি দেখেছি, ছেলেরা কতটা তীব্রভাবে এটা চাইছিল, কারণ তাদের চোখে ছিল জল (ম্যাচের পর)।”
আর্সেনাল কোচের দাবির সঙ্গে অবশ্য একমত নন লুইস এনরিকে। পিএসজি কোচের সাফ কথা, গোলের খেলায় গোল দিয়েই বিচার করতে হবে।
“মিকেল আর্তেতা আমার দারুণ এক বন্ধু, কিন্তু তার এই কথায় আমি একমত নই। তারা খেলেছে যেভাবে তারা চায় এবং যেভাবে খেলতে পছন্দ করে। কিন্তু দুই লেগেই আমরা ওদের চেয়ে বেশি গোল করেছি এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“আর্সেনাল দারুণ খেলেছে, আমাদেরকে ভুগতে হয়েছে। তবে আমরা গোল আদায় করেছি। ফাইনালে খেলা আমাদেরই প্রাপ্য।”
আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস আফসোস করলেন শুরুর সুযোগগুলো কাজে লাগাতে না পারায়।
“প্রথম ১৫-২০ মিনিটে যে সুযোগগুলো আমরা পেয়েছি, এর একটি কাজে লাগাতে পারলেও গোটা ম্যাচের চিত্র বদলে যেত। এরপর আমাদের দুটি ভুল, ওদের দুটি গোল। যে সুযোগগুলো আমরা হাতছাড়া করেছি, তাতেই বোঝা গেছে, এটা আমাদের পাওয়ার নয়।”
আগামী ৩১ মে বায়ার্ন মিউনিখের মাঠে ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান।
'ফারমার্স লিগ, তাই না?' ফাইনালে উঠে ট্রলের জবাব পিএসজি কোচের