ইংলিশ ফুটবল
Published : 11 May 2025, 09:58 PM
ইউরোপা লিগে দারুণ ছন্দে এগিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে সেই ব্যর্থতার বলয়েই বন্দি। ঘরোয়া প্রতিযোগিতাটিতে এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল হুবেন আমুরির দল।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দেয় ওয়েস্ট হ্যাম। গোল দুটি করেন তোমাশ সুচেক ও জ্যারড বোয়েন।
প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে জিততে পারল না ইউনাইটেড, এর মধ্যে পাঁচটিতেই হারল তারা।
২০০৭ সালের পর প্রথমবার এই মাঠে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ জিততে পারল ওয়েস্ট হ্যাম।
এই জয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডের উপরে উঠে গেল ওয়েস্ট হ্যাম। ৩৬ ম্যাচে ১০টি করে জয় ও ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে তারা। সমান ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট ইউনাইটেডের।
ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় যে দলটি ইতিহাসের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে, সেই ইউনাইটেডই চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দিচ্ছে ইউরোপা লিগে। কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে লিওঁর বিপক্ষে মহাকাব্যিক জয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় তারা। শেষ চারে আরও দুর্বার হয়ে ওঠে ইউনাইটেড। দুই লেগেই আথলেতিক বিলবাওকে উড়িয়ে দেয় দলটি।
আগামী ২১ মে ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লড়বেন ব্রুনো ফের্নান্দেস, গাসমুস হয়লুনরা।