পর্তুগিজ ফুটবল
Published : 07 Oct 2024, 06:38 PM
থ্রো ইনের জন্য জায়গামতো পৌঁছানোর আগেই বল বয়ের তৎপরতায় বল পেয়ে গেলেন পোর্তোর মার্তিম ফের্নান্দেস। ব্রাগার ডি-বক্সের ঠিক বাইরে তখনও অরক্ষিত ছিলেন নিকো গনসালেস ও পেপে। সুবিধা দারুণভাবে কাজে লাগালেন দুইজনে। তাদের ওয়ান-টু-ওয়ানে পোর্তো পেল জয়সূচক গোল। ম্যাচ শেষে বল বয়ের সেই অবদান স্মরণ করলেন গনসালেস। নিজের ম্যাচ সেরার পুরস্কার সেই কিশোরকে দিয়ে দিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
পর্তুগালের শীর্ষ লিগে রোববারের ম্যাচটি ২-১ গোলে জেতে পোর্তো।
৫৯তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেপের জয়সূচক গোলে বড় অবদান রাখেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার গনসালেস। ফের্নান্দেসের থ্রো ইনে বল পেয়ে তিনি খুঁজে নেন পেপেকে। বল ফিরিয়ে দিয়ে পেপে ঢুকে যান ডি-বক্সে। চমৎকার পাস পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে বাকিটা সারেন তিনি।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার বল বয়কে দিয়ে দেন ২২ বছর বয়সী গনসালেস। বল বয়ের প্রতি কৃতজ্ঞতা জানান পোর্তো কোচ ভিতর ব্রুনো।
“আজ তিন পয়েন্ট পেয়েছি, এতে তারও (বল বয়) অবদান আছে। এর জন্য নিজের প্রাপ্য সে পাবে।”
“এই ছেলেরা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা পার্শ্বরেখায় থাকে তাদের অনুধাবন করা জরুরি যে, সরাসরি ম্যাচে কোনো প্রভাব রাখা যাবে না। পার্শ্বরেখায় থেকে কীভাবে সহায়তা করা যায়, সেটা তাদের বুঝতে হবে।”
ইউরোপা লিগে গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা পোর্তো পর্তুগিজ লিগে আছে দুই নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। ২৪ পয়েন্ট নিয়ে চূড়ায় স্পোর্তিং লিসবন।