Published : 12 Apr 2025, 02:43 PM
মাঠে সতীর্থের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁকে ঘিরে দুশ্চিন্তা বাসা বেঁধেছিল। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়ার দৃশ্যে সেই শঙ্কা বাড়ে আরও। তবে সারা রাত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অধিনায়ক ‘সুস্থ হয়ে উঠেছেন’ বলে জানিয়েছে তার ক্লাব।
ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, সারা রাত হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকার পর শনিবার ফিরবেন মিয়াঁ।
ম্যাচের পরপরই অবশ্য তার সতীর্থ মাত্তেও গাব্বিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছিলেন, ভালো আছেন এই ফরাসি গোলরক্ষক।
“সৌভাগ্যবশত, মাইক (মিয়াঁ) ভালো আছে। সে কেমন আছে, চিকিৎসকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এবং আমাদেরকে নিশ্চিত করা হয় যে সে ভালো আছে, সুস্থ আছে। কিছু পরীক্ষ-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। সে দারুণ একজন অধিনায়ক।”
অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে শুক্রবার উদিনেজের বিপক্ষে মিলানের ৪-০ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ রুখতে গিয়ে বক্স থেকে বেরিয়ে আলেক্স হিমেনেসের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান মিয়াঁ। এতে অচেতন হয়ে পড়েন তিনি, যা আশেপাশে সবার মাঝে ভীতি ছড়ায়।
স্প্যানিশ ডিফেন্ডার হিমেনেসও মাথায় প্রচণ্ড আঘাত পান। ওই ঘটনার পর অবশ্য শুরুতে খেলা চালিয়ে যান তিনি, তবে ১৮ মিনিট পর উঠে যেতে বাধ্য হন তরুণ এই ফুল-ব্যাক।