ইংলিশ ফুটবল
Published : 24 Dec 2024, 10:39 PM
টানা তিন ম্যাচে স্কোয়াডে জায়গা না পাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডে মার্কাস র্যাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে না রাখার কারণ তুলে ধরলেন কোচ হুবেন আমুরি। বললেন, এই ক্লাবের খেলোয়াড় হিসেবে প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে পারছেন না বলেই বাইরে রাখা হয়েছে তাকে।
সবশেষ তিন ম্যাচে ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথের বিপক্ষে র্যাশফোর্ডকে স্কোয়াডে রাখেননি আমুরি। সিটির বিপক্ষে বাদ পড়ার পর এক সাক্ষাৎকারে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে ২৭ বছর বয়সী ফুটবলার বলেন, নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে আমুরি বললেন, ওই সাক্ষাৎকারের জন্য নয়, অনুশীলনের পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়েছে র্যাশফোর্ডকে। প্রত্যাশিত মানদণ্ড পূরণ না করা পর্যন্ত তাকে বাইরেই রাখতে চান তিনি।
“আমি প্রতিদিন তার সঙ্গে কথা বলি, সাক্ষাৎকার নিয়ে নয়, পারফরম্যান্স নিয়ে। এটা (তাকে বাদ দেওয়া) আমার সিদ্ধান্ত। সে খেলতে চায়। সে চেষ্টা করছে। এটা আমার সিদ্ধান্ত, শুধুই আমার। আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করছি। আমি জানি, যদি তা না করি, তাহলে নিজেকে হারিয়ে ফেলব। আর আমি নিজেকে হারাব না, জানি আমি কী করছি।”
টানা দুই ম্যাচে টটেনহ্যাম ও বোর্নমাউথের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে ইউনাইটেড। এই ম্যাচে ফেরার জন্য বিবেচিত হতে র্যাশফোর্ডকে কী করতে হবে, এমন প্রশ্নে আমুরির উত্তর, “সেরা হওয়া, যা সে হতে পারে।”
“দলে যদি বড় প্রতিভা থাকে, এই মুহূর্তে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য (আমাদের দরকার) বড় পারফরম্যান্স, বড় দায়িত্ব, বেশি নিবেদন। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো (আমরা চাই) সে যেন সেরা হতে পারে।”