প্যারিস অলিম্পিকস
Published : 03 Aug 2024, 07:39 PM
দেড় মাসের প্রস্তুতিতে বড় স্বপ্নের বুনন ছিল না সোনিয়া খাতুনের চোখে। তবে প্যারিস অলিম্পিকসে ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যাওয়ার আশাটুকু ছিল তার। তাও পূরণ হয়নি বাংলাদেশের এই সাঁতারুর।
প্যারিসের লা দিফঁস অ্যারেনায় মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে ৩০ দশমিক ৫২ সেকেন্ড সময় নেন সোনিয়া। তিন নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ এবং সব মিলিয়ে ৭৯ প্রতিযোগীর মধ্যে ৬৪তম হয়ে ছিটকে গেছেন তিনি।
এই ইভেন্টে সোনিয়ার সেরা টাইমিং ৩০ দশমিক ১১ সেকেন্ড; যা গত এশিয়াডে করেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু।
বাংলাদেশের প্যারিস অলিম্পিকসও শেষ হয়ে গেল সোনিয়ার ইভেন্ট দিয়ে। এবারের আসরে বাংলাদেশের পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছিলেন; যথারীতি এবারও অংশ নেওয়াই মূল কথা হয়ে থাকল।
সরাসরি প্যারিস অলিম্পিকসে খেলার যোগ্যতা অর্জন করা আর্চার মোহাম্মদ সাগর ইসলামকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু র্যাঙ্কিং রাউন্ডে সাদামাটা পারফরম্যান্স করা এই আর্চার এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ইতালির মাউরো নেসপোলির বিপক্ষে হেরে যান ৬-০ সেট পয়েন্টে।
সাঁতারে সোনিয়ার মতো সামিউল ইসলাম রাফিও ছিটকে যান হিট থেকে। ১০ হিট মিলিয়ে ৭৯ প্রতিযোগীর মধ্যে ৬৯তম হয়েছিলেন সামিউল। তবে ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্যক্তিগত সেরা টাইমিং (৫৩ দশমিক ১০ সেকেন্ড) করার তৃপ্তি অন্তত সঙ্গী হয়েছে বাংলাদেশের এই সাঁতারুর।
একমাত্র শুটার হিসেবে অংশ নেওয়া রবিউল ইসলামের বিদায়ঘণ্টা বাজে বাছাই থেকে। ৬২৪ দশমিক ২ স্কোর করে ৪৯ প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছিলেন তিনি।
দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানও পারেননি হিটে আলো ছড়াতে। ১০ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে ছিটকে যান। প্রাথমিক পর্বের ৬টি হিট মিলিয়ে ৪৫ জনের মধ্যে ২৫তম হন তিনি।
ব্যর্থতায় ভরা প্যারিস অলিম্পিকসে কর্মকর্তারা অবশ্য ঠিকই শিরোনামে এসেছেন। অ্যাথলেটিকস ফেডারেশনের ‘চাপে’ চোট গোপন করে খেলার দাবি করেন ইমরানুর। এ বিষয়ে অলিম্পিকস কাভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমকর্মী জানতে চাইলে তাদের ওপর চড়াও হন শেফ দা মিশন ও শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু।
ইমরানুর পরের ধাপে উঠেছে-এমন ডাহা মিথ্যা দাবি করেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুও।