স্প্যানিশ ফুটবল
Published : 14 May 2025, 09:39 PM
সেসময় বার্সেলোনার ডাগআউটে না থাকলেও ঘটনাপ্রবাহ জানা হান্সি ফ্লিকের। টিভিতে পুরো দৃশ্য দেখেছিলেন জার্মান কোচ। পুরোনো সেই ঘটনা বিবেচনায় রেখে তিনি নিশ্চয়তা দিলেন, জিতলে এবার ঠিকভাবে শিরোপা উদযাপন করবে তার দল।
লা লিগায় ৩৬তম রাউন্ডে বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচে জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে তারা। অবশ্য বুধবার মায়োর্কার বিপক্ষে রেয়াল মাদ্রিদ পয়েন্ট হারালে চাওয়া পূরণ হয়ে যাবে কাতালান দলটির।
২০২৩ সালে এমন পরিস্থিতিতে এস্পানিওলের মাঠে খেলেছিল বার্সেলোনা। সেদিন ৪-২ গোলে জিতে শিরোপা পুনরুদ্ধার করেছিল তারা। আর ডার্বিতে হেরে এস্পানিওলের অবনমন শঙ্কা আরেকটু বেড়েছিল। শেষ পর্যন্ত সেবার পরের ধাপে নেমেও গিয়েছিল তারা।
মাঝমাঠে গোল হয়ে নেচে-গেয়ে শিরোপা উদযাপন করছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা। হঠাৎ করে গ্যালারি ছেড়ে দর্শকদের একটা অংশ তেড়ে যান তাদের দিকে। তড়িঘড়ি করে রবের্তে লেভানদোভস্কি, মার্ক-আন্ড্রে টের স্টেগেনরা ড্রেসিং রুমে চলে যান।
আরও একবার এস্পানিওলের মাঠে শিরোপা উৎসব করার সুযোগ বার্সেলোনার সামনে। ম্যাচের আগের দিন দুই বছর আগের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ফ্লিক বললেন, সতর্ক থাকবেন তারা।
“আমার মনে হয় না, ম্যাচের আগে উদযাপন নিয়ে কথা বলা বা চিন্তা করা ভালো কিছু। আমাদের ম্যাচে মনোযোগ দিতে হবে। দুই বছর আগের ঘটনা আমি টিভিতে দেখেছি। যাই করা হোক না কেন, সেটা করতে হবে সম্মানের সঙ্গে। আমাদের তিন পয়েন্টের জন্য লড়াই করতে হবে, এরপর যা সঠিক আমরা সেটাই করব।”
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সেখানে নগর প্রতিদ্বন্দ্বী এস্পনিওল ৩৯ পয়েন্ট নিয়ে আছে ১৬ নম্বরে। অবনমন শঙ্কা এড়াতে আরও কিছু পয়েন্ট প্রয়োজন তাদের।
লা লিগায় সবশেষ তিন ম্যাচেই হেরেছে এস্পানিওল। তবে তাদের ব্যাপারে বেশ সাবধানী বার্সেলোনা কোচ ফ্লিক।
“এটা ডার্বি এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে এস্পানিওল খুব ভালো করেছে। তাদের ভালো ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে এবং তারা উন্নতি করেছে। ওদের খেলার একটা ধরন আছে এবং ওরা জানে ঠিক কীভাবে খেলতে চায়।”