Published : 21 Oct 2022, 10:52 PM
ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সিমোনা হালেপ। তাই বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়কে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ) শুক্রবার বিবৃতিতে জানায়, ডোপ পরীক্ষায় ৩১ বছর বয়সী হালেপের শরীরে নিষিদ্ধ উপাদান রোক্সাডাস্টাট পাওয়া গেছে।
বর্তমানে মেয়েদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা হালেপের নমুনা পরীক্ষা করা হয়েছিল গত ইউএস ওপেনের সময়। তার ‘এ’ ও ‘বি’, দুটি নমুনাতেই রোক্সাডাস্টাট এর অস্তিত্ব ধরা পড়েছে।
‘এ’ নমুনায় রোক্সাডাস্টাট এর উপস্থিতি ধরা পড়ার পর হালেপ ‘বি’ নমুনা বিশ্লেষণ করে দেখার অনুরোধ করেছিলেন, সেখানেও ওই নিষিদ্ধ উপাদান পাওয়া যায়।
২০১৯ উইম্বলডন চ্যাম্পিয়ন রোমানিয়ার এই খেলোয়াড় টুইটারে লিখেছেন, এই নিষেধাজ্ঞা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। জেনেশুনে কোনো নিষিদ্ধ উপাদান গ্রহণ করেননি বলেও দাবি করেছেন তিনি।
“আজ আমার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ শুরু হলো: সত্যের জন্য লড়াই। আমাকে জানানো হয়েছে, আমি খুব কম পরিমাণে রোক্সাডাস্টাট নামক উপাদানের জন্য পরীক্ষায় পজিটিভ হয়েছি।”
“আমার পুরো ক্যারিয়ারে একবারের জন্যও প্রতারণা করার কথা মাথায় আসেনি, কারণ আমাকে যে মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়েছে, এটি পুরোপুরি তার বিপরীত। এমন একটি অশোভনীয় পরিস্থিতির মুখোমুখি হয়ে, আমি সম্পূর্ণ বিভ্রান্ত ও প্রতারিত বোধ করছি।”
২০১৮ সালের ফরাসি ওপেন জয়ী হালেপ বলেন, তার লড়াই শিরোপা বা অর্থের জন্য নয়, সম্মানের জন্য। সত্যিটা বেরিয়ে আসবে বলে আশা তার।
২০১৬ সালে মারিয়া শারাপোভার পর এই প্রথম শীর্ষ পর্যায়ের কোনো টেনিস খেলোয়াড় ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন। সেবার শারাপোভার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া গিয়েছিল। রাশিয়ান তারকাকে প্রথমে নিষিদ্ধ করা হয়েছিল ২ বছরের জন্য। পরে শাস্তির মেয়াদ নেমে আসে ১৫ মাসে।
সাময়িকভাবে নিষিদ্ধ হওয়া হালেপ এখন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত কোনো ইভেন্টে খেলতে পারবেন না।
এই মৌসুমে তিনি শিরোপা জেতেন দুটি। শ্বাসকষ্টের সমস্যায় গত মাসে নাকের অস্ত্রোপচারের কারণে আগেভাগে শেষ হয়ে যায় তার মৌসুম।