আন্তর্জাতিক ফুটবল
Published : 18 Mar 2025, 03:13 PM
থিবো কোর্তোয়ার জাতীয় দলে ফেরা নিয়ে সমালোচনা চলছেই। সাবেক কোচ মার্ক উইলমটস মনে করছেন, ঝামেলা মিটিয়ে পরে রেয়াল মাদ্রিদ গোলরক্ষককে ডাকা উচিত ছিল বর্তমান কোচ রুদি গার্সিয়ার।
স্বেচ্ছায় ২২ মাস দলের বাইরে থাকার পর গত সোমবার নেশন্স লিগের জন্য জাতীয় দলে যোগ দেন কোর্তোয়া। তার সমালোচনায় সুর মিলিয়েছেন সাবেকরাও।
২০২৩ সালের জুনের পর থেকে বেলজিয়ামের হয়ে কোনো ম্যাচ খেলেননি কোর্তোয়া। অধিনায়কত্ব নিয়ে সেই সময়ের কোচ দমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। তেদেস্কোকে সরিয়ে গত জানুয়ারিতে গার্সিয়াকে নিয়োগ দেয় বেলজিয়াম। এরপর ভাবনায় বদল আনেন অভিজ্ঞ গোলরক্ষক।
কিন্তু, তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি কুন কাস্তেলসের। কোর্তোয়ার অনুপস্থিতিতে প্রায় দুই বছর পোস্ট সামলানো এই গোলরক্ষক প্রতিবাদের অংশ হিসেবে অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। আরো কয়েকজন সতীর্থও সমালোচনা করেছেন কোর্তোয়ার।
৩২ বছর বয়সী গোলরক্ষক মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানাতে পারেন। তবে সব ঠিকঠাক হওয়ার আগেই তাকে দলে ফেরানো মানতে পারছেন না সাবেক কোচ উইলমটস, যার কোচিংয়ে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছিলেন কোর্তোয়া।
“আমি হলে তাকে এখনই ডাকতাম না। (তাকে ছাড়াই) এই দুটি ম্যাচ খেলতাম।”
“আমি হলে প্রথমে দেখতাম, শুনতাম ও বুঝতাম এই ইস্যুতে স্কোয়াডের সবাই কী ভাবছে। আমি হলে কাস্তেলসের সঙ্গে কথা বলতাম। কোর্তোয়ার অনুপস্থিতিতে যারা দলে ছিল এবং কাজটা চালিয়ে নিয়েছে, তাদের সম্মান দেখাতাম এবং এরপরই কেবল হয়তো কোর্তোয়াকে দলে আনতাম।”
বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ফিলিপ আলবেয়ার আরও কঠোর সমালোচনা করেছেন কোর্তোয়ার।
“তার বিয়ের এক সপ্তাহ আগে সে জাতীয় দলের জন্য দরজা বন্ধ করে দিয়েছিল। সে জাতীয় দলের ক্ষতি করেছিল।”
গত শুক্রবার দল ঘোষণার সময় কোচ গার্সিয়া বলেছিলেন, দল ছেড়ে যাওয়া ও অতীতে সতীর্থদের সমালোচনার প্রসঙ্গ নিয়ে কোর্তোয়ার সঙ্গে আলোচনা করবেন তিনি।
“যদি সেরা না-ও হয়, থিবো বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার।”
“কী ঘটেছিল সেটা নিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে একবার কথা বলব, এইটুকুই। এটা নতুন অভিযান এবং আমি সামনের দিকে এগোতে চাই।”
নেশন্স লিগের প্লে-অফে আগামী বৃহস্পতিবার স্পেনের মুর্সিয়ায় ইউক্রেনের মুখোমুখি হবে বেলজিয়াম। পরে রোববার হেঙ্কে হবে ফিরতি লেগ।