চ্যাম্পিয়ন্স লিগ
Published : 03 Oct 2024, 12:06 PM
চ্যাম্পিয়ন্স লিগের প্রতিশব্দ বলা যায় রেয়াল মাদ্রিদকে। ইউরোপ সেরার আসরে রেকর্ড ১৫ বার শিরোপা জিতেছে তারা। সেখানে এই টুর্নামেন্টে লিল অংশ নিতে পেরেছে এবারের আগে স্রেফ আটবার। ব্যবধানটা পরিষ্কার এখানেই। শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্য বা কোনো বাস্তবতায় দুই ক্লাবের তুলনা চলে না। সেই রেয়ালকেই ধরাশায়ী করে বড় চমক উপহার দিল লিল। ফরাসি ক্লাবটির কোচ, ফুটবলারদের চোখে এটি অবিস্মরণীয় এক জয়।
নিজেদের মাঠে বুধবার এই ম্যাচে লিল ১-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদকে। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন জোনাথান ডেভিড।
চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচ পর হারের স্বাদ পেল রেয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজেয় পথচলাও থেমে গেল ৩৬ ম্যাচে।
রেয়াল মাদ্রিদের বিপক্ষে যে কোনো প্রতিযোগিতা মিলিয়েই লিলের প্রথম ম্যাচ ছিল এটি। সেখানেই এমন বিস্ময় উপহার দিয়ে তারা চমকে দিয়েছে যেন নিজেদেরও। কোচ বুইনো জেনেজিও নিজেও যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না।
“এই দল যা করেছে, তা অবিশ্বাস্য। আমরা অবশ্যই সব পরিকল্পনা সাজাই। কিন্তু সেই পরিকল্পনায় ফুটবলারদের আস্থা রাখতে হয় এবং এই ধরনের অঘটন ঘটিয়ে ফেলার বিশ্বাসটা রাখতে হয়।”
“(এই ধরনের ম্যাচ জিততে হলে) সবকিছুই নিখুঁত করতে হয়। গোলকিপারকে গুরুত্বপূর্ণ কিছু সেভ করতে হয়, স্ট্রাইকারকে সুযোগ কাজে লাগাতে হয় এবং কিছুটা ভাগ্যের ছোঁয়াও লাগে। আজকে সব হয়েছে।”
পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে রেয়াল বেশ চাপ তৈরি করে। শেষ দিকে বেশ কিছু আক্রমণ করে তারা। কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়ান লিলের গোলকিপার লুকাস শুভালিয়ে। দলকে ও গোলকিপারকে প্রাপ্য কৃতিত্ব দিলেন কোচ।
“প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি, এককাট্টা হয়ে খেলেছি। শেষ ২৫-৩০ মিনিটে একটু ভোগান্তি হয়েছে আমাদের। তবে লুকাস (গোলকিপার) আমাদের রক্ষা করেছে। আমাদের সবার জন্যই দারুণ এক রাত এটি।”
পেনাল্টি থেকে গোল করে দলের জয়ের নায়ক কানাডার ফরোয়ার্ড জোনাথান ডেভিড বললেন, এই জয় তারা মনে রাখবেন অনেক দিন।
“পেনাল্টিতে আমি সবসময় মনোযোগ ধরে রাখার চেষ্টা করি, শান্ত থাকি, ভালো শট নেওয়ার চেষ্টা করি। স্নায়ুর চাপ থাকে, তবে আমি সবসময় আত্মবিশ্বাসী থাকি।”
“জয়টি এখনও বুঝে উঠতে পারছি না যেন… আমাদের জন্য স্মরণীয় এক রাত।”