স্প্যানিশ ফুটবল
Published : 19 May 2025, 06:28 PM
নিশ্চিত হয়ে গেছে লিগ শিরোপা, মৌসুমও প্রায় শেষ। এখন সামনে নজর দেওয়ার পালা। শিরোপাজয়ী বার্সেলোনা সেদিকে মনোযোগ দিয়েছে আরও আগে। কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক বললেন, গ্রীষ্মের দলবদলে দলের শক্তি বাড়াতে কী প্রয়োজন, সেটা নিয়ে পরিষ্কার ধারণা আছে তার।
বার্সেলোনায় নিজের প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটছে ফ্লিকের। লা লিগা, কোপা দেল ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে লম্বা সময় পর তার দল খেলেছে সেমি-ফাইনালে। মৌসুমে চার দেখায় চারবারই হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে।
লা লিগায় এখনও একটি ম্যাচ বাকি আছে। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন ফ্লিক। আসছে দলবদলে দলের কোনো জায়গায় নতুন খেলোয়াড় লাগবে, কীভাবে শক্তি বাড়ানো যাবে, এরই মধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন জার্মান এই কোচ।
মৌসুমের শেষ দিকে এসে ধাক্কা খেয়েছেন ফ্লিক। ঘরের মাঠে রোববার ভিয়ারেয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে তার দল। চলতি বছরে লা লিগায় এটাই বার্সেলোনার প্রথম পরাজয়।
এনিয়ে অবশ্য তেমন ভাবছেন না ফ্লিক। সব মিলিয়ে দারুণ একটি মৌসুম কাটানোয় উচ্ছ্বসিত তিনি।
ভিয়ারেয়ালের বিপক্ষে হারের পর আসন্ন দলবদল নিয়ে ফ্লিকের পরিকল্পনার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কী করতে হবে সব জানা তার। এখন কেবল ক্লাব কর্তাদের সঙ্গে বসার অপেক্ষা।
“ভবিষ্যতের জন্য আমি কি চাই, সেটা সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। আমি এরই মধ্যে বলেছি যে, এটা নিয়ে ডেকোর (স্পোর্টিং ডিরেক্টর) সঙ্গে কথা বলব। কারণ এর জন্য আমরা প্রয়োজনীয় সময় দেব। সব সময়ই উন্নতির জায়গা থাকে, তবে শেষ পর্যন্ত এবারের মৌসুমটি দুর্দান্ত ছিল।”
বিভিন্ন গণমাধ্যমের খবর, ২০২৫-২৬ মৌসুমের জন্য দলের রক্ষণের শক্তি আরও বাড়াতে চায় বার্সেলোনা। ফুল-ব্যাক ও সেন্টার-ব্যাক দলে যোগ করতে চায় তারা। সঙ্গে লেফট উইঙ্গারের খোঁজেও নাকি আছে দলটি।
তবে অর্থনৈতিকভাবে টানাপোড়েনের মধ্যে থাকা বার্সেলোনা কতটা পূরণ করতে পারবে ফ্লিকের চাওয়া, সেটা সময়ই বলে দেবে।