স্প্যানিশ ফুটবল
Published : 12 May 2025, 06:23 PM
ক্লাসিকোয় জয়ের পর বার্সেলোনার সবাই যখন আনন্দ-উল্লাসে ব্যস্ত, ভয়চেখ স্ট্যান্সনিকে দেখা যায় বক্সে একা বসে থাকতে। সতীর্থ আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এগিয়ে এসে কিছু একটা বলার পরে তার চোখে দেখা যায় জল। মৌসুম শেষে তিনি চলে যাবেন নাকি চুক্তি বাড়িয়ে থেকে যাবেন স্প্যানিশ ক্লাবটিতে, তা এখনও অজানা। আবেগাপ্লুত পোলিশ গোলরক্ষক জানালেন, ক্লাব থেকে দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এ ব্যাপারে পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্লাবের কাছে তিনি সময় চেয়েছেন।
মৌসুমের শুরুতে বার্সেলোনার অধিনায়ক ও প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলে বেকায়দায় পড়ে যায় বার্সেলোনা। দলটির ডাকে সাড়া দিয়ে, অবসর ঘোষণার মাস খানেক পর পেশাদার ফুটবলে ফেরেন স্ট্যান্সনি। কাতালান ক্লাবটির সঙ্গে চু্ক্তি করেন চলতি মৌসুমের শেষ পর্যন্ত।
আরেক গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া ও স্ট্যান্সনির মধ্যে কাকে পোস্টে রাখবেন, শুরুতে অনেক ভাবতে হতো বার্সেলোনার কোচকে। অনুশীলনে ও ম্যাচে একের পর এক দারুণ পারফরম্যান্সে কোচের কাজটা সহজ করে দেন সাবেক ইউভেন্তুস গোলরক্ষক, হয়ে ওঠেন কোচের সেরা পছন্দ।
সমর্থকদের কাছেও তিনি প্রিয় হয়ে উঠেছেন। তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও তাই উচ্চকিত হচ্ছে।
ক্লাসিকোয় রোববার রেয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে লা লিগা শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। মৌসুমে বাকি আছে আর তিন ম্যাচ।
ম্যাচের পর ক্যানাল প্লাসকে ৩৫ বছর বয়সী স্ট্যান্সনি বলেন, সবকিছু বিবেচনা করেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি।
“আমি দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব পেয়েছি, এটা গোপন করব না। তবে আমাদের জন্য কী ভালো হবে, তা আমার পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি, একসঙ্গে এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার পরিবার, আমার স্ত্রীর প্রতি আমি ঋণী, এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।”
“আমার বাড়ির বেশিরভাগ সিদ্ধান্ত আমার স্ত্রীই নেয় এবং এতে মোটেও বিব্রত নই আমি। ফুটবল-সম্পর্কিত বেশিরভাগ সিদ্ধান্তই আমি নিই, কিন্তু এই পরিস্থিতিটা ভিন্ন, কারণ আমাদের স্বপ্ন পূরণের জন্য এক বছরের জন্য এখানে আসার এবং তারপর গলফ খেলার জন্য ফিরে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমরা।”
আপতত সবকিছু উপভোগ করে যেতে চান মৌসুমে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জেতা স্ট্যান্সনি।
“আগামী দিনগুলোতে আমি সিদ্ধান্ত নেব। বাচ্চাদের স্কুল, স্থান পরিবর্তন ইত্যাদি লজিস্টিকস দিকগুলোও রয়েছে। আপাতত এখানে সবকিছু উপভোগ করছি, এখানে থাকব কিনা, তা নিয়ে ভাবছি না।”
লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে শেষ তিন ম্যাচে বার্সেলোনার প্রয়োজন স্রেফ ২ পয়েন্ট। পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার এস্পানিওলের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।